পেসারদের শাসনে কেপ টাউনে পুড়ছেন ব্যাটাররা
বুধবার কেপটাউন টেস্টের প্রথম দিনটা কেবলই পেসারদের। মোহাম্মদ সিরাজের তাণ্ডবে প্রথম ইনিংসে স্রেফ ৫৫ রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাও বোলিংয়ে পাল্টা জবাব দিয়েছে। ভারতকে প্রথম ইনিংসে ১৫৩ রানে অলআউট করেছে তারা। স্বাগতিকদের তিন পেসার নান্দ্রে বার্গার, এনগিডি ও রাবাদা ভাগাভাগি করে নেন ৯ উইকেট।
এই উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিদ্ধান্তটির পক্ষে যুক্তি দিয়ে প্রিন্স বলেছেন, ‘উইকেট ঘাস ছিল, কিন্তু নিউল্যান্ডসে শেষ দিকে স্পিন ধরার প্রবণতা থাকে। তাই ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ঠিক আছে। আমার মনে হয় না, পিচ কেমন আচরণ করবে, সেই পূর্বাভাস আগে থেকে কেউ দিতে পারবে।’
গতকাল দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে অনেকটা একাই ধসিয়ে দেন মোহাম্মদ সিরাজ। ক্যারিয়ার–সেরা বোলিংয়ে ১৫ রানে নেন ৬ উইকেট! কীভাবে এমন সফলতা, সেই প্রসঙ্গে সিরাজ বলেছেন, ‘এমন উইকেটে যেখানে অনেক সুইং ও অসম বাউন্স থাকে, বোলাররা লোভী হয়ে অনেক সময় অনেক কিছু করতে চায়। আমার মনে হয় একটা পরিকল্পনায় ধরে এগোনো ও নির্দিষ্ট জায়গায় বল করা গুরুত্বপূর্ণ। যদি অনেক কিছু করতে চান, আপনি নিজেকে ও দলকে চাপে ফেলে দেবেন। প্রথম টেস্টে যে ঘাটতি ছিল, সেটা পূরণ করে এই টেস্টে শক্তিশালী পারফরম্যান্স করার চেষ্টা ছিল। প্রথম টেস্টে করা ভুল বুঝতে পেরেছি, আজ (গতকাল) কাজটা ঠিকঠাক করেছি, সাফল্য পেয়েছি।’