সিডনিতে রিজওয়ান , জামাল ও হামজার দৃঢ়তায় প্রতিরোধ পাকিস্তানের
শুরুর দুই টেস্ট হেরে আগেই সিরিজ খুইয়েছে পাকিস্তান। তৃতীয় টেস্ট জিতে অবশ্য অস্ট্রেলিয়ায় লজ্জার রেকর্ড বদলানোর আশা ছিল পাকিস্তানের। কিন্তু সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার কোন রান না করেই ফিরে যাওয়ায় শুরুতেই বড় ধাক্কা খায় তারা।
৯৬ রানেই পাঁচ উইকেট নেই পাকিস্তানের। ৩৫ করে ফেরেন শান মাসুদ। এরপর আগা সালমানকে নিয়ে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান। দুজনে যোগ করেন ৯৪ রান। উভয়ই তুলে নেন ফিফটি। সেঞ্চুরির কাছে গিয়ে ফিরতে হয়েছে রিজওয়ানকে। দলীয় ১৯০ রানের মাথায় ৮৮ রান করা রিজওয়ানকে ফেরান কামিন্স। এরপর একে একে ফেরেন সাজিদ খান (১৫), আগা সালমান (৫৩) এবং হাসান আলী (০)। কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।
মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমানের পর আমের জামালের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছে ৩১৩ রানে।
ওয়ার্নার অবশেষে ব্যাটিংয়ে নামার সুযোগ পেলেন দিনের একেবারে শেষ মুহূর্তে। দশম উইকেটে মির হামজাকে নিয়ে ৮৬ রানের অবিশ্বাস্য এক জুটি গড়ার পর আমের জামাল শেষ পর্যন্ত আউট হওয়াতেই সুযোগটা পেলেন ওয়ার্নার। মাত্র একটি ওভার খেলার সুযোগই পেয়েছে অস্ট্রেলিয়া। সেই ওভারের ৬টি বলই খেলেছেন ওয়ার্নার। প্রথম বলে চার মেরে শুরু করা ওয়ার্নার একবার আউট হওয়ার শঙ্কা জাগিয়েছিলেন। ৬ বলে ৬ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার রানও বিনা উইকেটে ৬।
অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। টানা তিন ইনিংসে ৫ উইকেট পেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
পাকিস্তান ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ৩১৩ (রিজওয়ান ৮৮, জামাল ৮২, সালমান ৫৩, মাসুদ ৩৫, বাবর ২৬; কামিন্স ৫/৬১, স্টার্ক ২/৭৫)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১ ওভারে ৬/০ (ওয়ার্নার ৬*, খাজা ০*)।
(১ম দিন শেষে)