বিদেশী লীগ ক্রিকেট না খেলার সিদ্ধান্ত সাকিবের
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে ধারণার চেয়ে বেশি সময় লাগছে সাকিব আল হাসানের। মাসখানেক পেরিয়ে গেলেও পুরোপুরি সেরে ওঠেননি তিনি এখনও। নতুন বছরে বিপিএল দিয়ে মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক।
গত মাসে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাম হাতের আঙুলে চোট পান টাইগার অধিনায়ক সাকিব। দলের পক্ষ থেকে তখন জানানো হয়, সেরে উঠতে ৪ সপ্তাহের মতো সময় লাগবে তার। তাই কিঞ্চিত সম্ভাবনা ছিল নিউজিল্যান্ড সফরে সাকিবের খেলার। কিন্তু এখনও সুস্থ হতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। তাকে ছাড়াই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না তিনি।
এই সবের মধ্যেই সাকিব নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে। ক্ষমতাসীন দল আওয়ামী লিগের হয়ে জাতীয় নির্বাচনে লড়াই করার কথা রয়েছে তার। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র পূরণের পর পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। সেখানে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নামও দিইনি। স্বাভাবিকভাবে এটা একটা উইন্ডো খোলা হবে আমার জন্য। পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরোটা সময় যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে (বিদেশি) ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, এখন হয়তো সেগুলো স্যাক্রিফাইস করব।’