নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লো টাইগাররা
ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরমেটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং তার সহ অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। আঙুলের চোটের কারণে সাকিব মাঠের বাইরে থাকলেও দুই দলেই ফিরেছেন লিটন।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের মতে, সাকিবের আঙুলে ফ্র্যাকচার হয়েছে যা সেরে উঠতে বেশি সময় লাগবে। আবেদীন জানান, ৮ ডিসেম্বর দ্বিতীয় এক্স-রে করার পর মেডিকেল টিম তার আঘাতের তীব্রতা জানতে পারে। তবে বাংলাদেশের চোট নিয়ে আরও উদ্বেগ রয়েছে; মাহমুদউল্লাহ এবং তাসকিনের কাঁধে চোট রয়েছে, অন্যদিকে এবাদত হোসেন সেপ্টেম্বরে হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে উঠছেন।
আহত ত্রয়ী ছাড়াও বাংলাদেশ ওয়ানডে দল থেকে বাইরে আছেন নাসুম আহমেদ। তাদের জায়গা নিচ্ছেন আফিফ হোসেন, সৌম্য সরকার, রিশাদ হোসেন এবং নবাগত বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় দলে সৌম্যের ফেরাটা একটা বিরাট চমক। তিনি সর্বশেষ ওডিআই খেলেছিলেন সেপ্টেম্বরে, যখন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে আশ্চর্যজনকভাবে ডাক পেয়েছিলেন। তিনি তার একমাত্র ইনিংসে দুই বলে শূন্য করেন। দুই বছর পর দলে ফেরা সৌম্যের শেষ টি-টোয়েন্টি ছিল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যখন তিনি চার ইনিংসে মাত্র ৪৯ রান করেছিলেন।
সৌম্য ছাড়াও মেহেদী হাসান, তানভীর ইসলাম এবং তানজিম হাসানও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন।
বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে যথাক্রমে ১৭, ২০ এবং ২৩ ডিসেম্বর ডানেডিনে, নেলসন এবং নেপিয়ারে। তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রকিবুল হাসান।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ হোসেন, তানভীর ইসলাম, তানভীর হোসেন, তানজিম হাসান।