খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪

চমক জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরলেন অলরাউন্ডার রাসেল

নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টি সিরিজের জন্য রভম্যান পাওয়েলকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাতে সবচেয়ে বড় চমক, দুই বছর পর দলে ফেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় দাপুটে উপস্থিতি থাকলেও আন্দ্রে রাসেলকে দেশের জার্সিতে দেখা যাচ্ছিল না দীর্ঘদিন ধরে। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রাখায় আবার মাঠে দেখা যাবে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেল সর্বশেষ খেলেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর কখনও তার চোট, কখনও বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মিলিয়ে দল থেকে দূরে থাকেন তিনি। রাসেলের চেয়েও লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শেরফেন রাদারফোর্ড। এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ খেলেছেন তিনি সেই ২০২০ সালের জানুয়ারিতে। সাম্প্রতিক সময়ে ওয়ানডে থেকে নিজেদের দূরে রাখলেও টি-টোয়েন্টি দলে ফিরেছেন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিও। ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন ম্যাথু ফোর্ড। শনিবারই অভিষেক ওয়ানডেতে তিন উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছেন ২১ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার। ওয়ানডে অধিনায়ক শেই হোপকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

৫ ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী বুধবার। ৩ ম্যাচ পর প্রয়োজন মনে করলে স্কোয়াডে পরিবর্তন আনা হতে পারে এমনটা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy