লিভারপুলের রুদ্ধশ্বাস জয়ের দিনে সালাহর ২০০তম গোল
লিভারপুলের ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে ২০০ গোল করলেন মোহামেদ সালাহ। সালাহর আগে লিভারপুলের জার্সিতে দুশোর বেশি গোল করেছেন ইয়ান রাশ, রজার হান্ট, গর্ডন হজসন ও বিলি লিডেল। লিভারপুলের হয়ে গত মৌসুমটা সে অর্থে ভালো কাটেনি। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন তিনি। তার এই ২০০তম গোলের মাইলফলকের দিনে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে লিভারপুল।
ক্রিস্টাল প্যালেসের মাঠে শনিবার রাতে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পায় অলরেডরা। ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে জিন-ফিলিপ মাতেতার পেনাল্টি গোল পিছিয়ে পড়ার পর ৭৬তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান সালাহ। এরপর যোগ করা সময়ে সালাহর পাসেই জয় সূচক গোলটি করেন হার্ভি ইলিয়ট। সালাহর সমতা ফেরানোর ঠিক আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয়েছিল ক্রিস্টাল প্যালেস। জর্ডান আইয়ুকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। সেই সুবিধাটা পুরোপুরিই কাজে লাগিয়েছে সফরকারীরা।
ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের, ১৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৩৬।
সূত্র: বিবিসি