কুয়াশাচ্ছন্ন দিনে শেষ টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। সিলেট টেস্ট জয়ের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা আর ইশ সোধির বদলে মিচেল স্যান্টনারকে নিয়েছে নিউজিল্যান্ড। কুয়াশায় ঢাকা সকালে ব্যাটিং বেছে পেসারদের বিপক্ষে চ্যালেঞ্জ ছিলো বাংলাদেশের জন্য। তবে কিউই দুই পেসার মিলে পাঁচ ওভারের বেশি করলেন না। এরপর স্পিনাররা আক্রমণে আসতেই তৈরি হয়ে গেলো নাজুক পরিস্থিতি। এজাজ প্যাটেল আর মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ভুগছে বাংলাদেশ।
টাইগারদের প্রথম উইকেট পড়ে ২৯ রানে। ১১তম ওভারে মিচেল স্যান্টনার ভেঙে দিলেন উদ্বোধনী জুটি। ৮ রান করে মিড অনে কেন উইলিয়ামসনের ক্যাচ হন জাকির হাসান। ২৪ বলের ইনিংসে ছিল ১ চার। এর পর সাবেক অধিনায়ক মোমিনুল হক ৫ রানে ফিরেছেন পেটেলের বলে। আর অধিনায়ক শান্ত ফিরেছেন স্যান্টনারের বলে। তিনি করেন মাত্র ৯ রান। এর আগে ৫ বলের মধ্যে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও সাজঘরে ফিরেছেন। পরের ওভারে প্রথম বলে তাকে টম ল্যাথামের ক্যাচ বানান এজাজ প্যাটেল। ৪০ বলে ২টি চারে ১৪ রান করেন জয়।
প্রথম দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৮ ওভারে ৮০/৪ (মুশফিকুর রহিম ১৮*, শাহাদাত ১৪*)