খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

ফাইনালে ভারতকে ২৪০ রানে থামিয়ে দিলো অস্ট্রেলিয়া

১৩তম ক্রিকেট বিশ্বকাপের সমাপ্তি ঘটতে যাচ্ছে রবিবারের ফাইনাল খেলার মধ্যে দিয়ে। ৫ বার শিরোপা জেতা অস্ট্রেলিয়া ৮ম বারের মত ফাইনাল খেলতে যাচ্ছে। তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারতও ১৯৯৩ সালে কপিল দেব আর ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২ বার বিশ্বকাপ জিতেছে। কিন্তু ২০১১ সালে শিরোপা জেতার পরে তাদের ১২ বছর লেগেছে বিশ্বকাপের ফাইনাল খেলতে। বিশ্বকাপে ভারতের বিগত ম্যাচগুলোতে টস এবং পিচ নিয়ে আলোচনা-সমালোচনাতে সকালেই অজি অধিনায়ক ফাইনাল অনুষ্ঠেয় মাঠ অর্থাৎ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হয়ে মুঠোফোনে পিচের ছবি তুলে নিয়ে যান। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক প্যাট কামিংস।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ বলে স্কোর বোর্ডে ৩০ রান জমা করেই সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার শুভমান গিল। তিনি মিচেল স্টার্কের শিকারে পরিণত হওয়ার আগে ৭ বলে মাত্র ৪ রান করেন। এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৩২ বলে ৪৬ রানের জুটি গড়েন বর্তমান অধিনায়ক ওপেনার রোহিত শর্মা। দলীয় ৭৬ রানের মাথায় ৩১ বলে চারটি চার আর তিন ছক্কায় ৪৭ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ বলে ৪ রান করে আউট হন শ্রেয়াস আইয়ার। অজিদের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে ১০.২ ওভারে ৮১ রানে শুভমান গিল, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের উইকেট হারিয়েছে কঠিন চাপের মধ্যে পড়ে যায় স্বাগতিকরা।

এবারের বিশ্বকাপে সবকটি ম্যাচ জিতে রানরেটে সবার উপরে থাকা দলটির এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ২৮.৩ ওভারে দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে চার বাউন্ডারিতে ৫৪ রান করেন কোহলি। কোহলি আউট হওয়ার পর ফিফটি তুলে নিয়ে ফেরেন লোকেশ রাহুল। তিনি ১০৭ বলে মাত্র এক চারে ৬৬ রান করে দলীয় ২০৩ রানে ফেরেন। রাহুল আউট হওয়ার আগে ২২ বলে ৯ রানে ফেরেন রবিন্দ্র জাদেজা। ইনিংসের শেষ দিকে ১০ বলে ৬ রানে ফেরেন পেসার মোহাম্মদ শামি। ৩ বলে ১ রানে ফেরেন আরেক পেসার জসপ্রিত বুমরাহ। ২৮ বলে ১৮ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন সুরইয়া কুমার যাদব। ১০ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হন কুলদীপ যাদব। ৯ রানে অপরাজিত থাকেন পেসার মোহাম্মদ সিরাজ। ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৪০ রান। অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ১০ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট নেন জশ হ্যাজলউড।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy