টসে হেরে বোলিং যোদ্ধাদের নিয়ে মাঠে বাংলাদেশ
কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত আজকের ম্যাচটি দুদলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার আজকের ম্যাচটিতে যেকোন মূল্যে জিততে চাইবে দুদল। পয়েন্ট টেবিলের নিচে থাকা নেদারল্যান্ডস আর ৮ নাম্বারে থাকা বাংলাদেশের মধ্যকার ম্যাচটি হবে সেয়ানে সেয়ানে লড়াই। বাংলাদেশ দলের ২টি পরিবির্তন আছে, নাসুম আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান।
ব্যাটিয়ে নেমে প্রথম দিকের চার উইকেট হারানোর পর অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে দলের হাল ধরেছিলেন বাস ডি লিডি। ৪২ রানের জুটিও গড়েছিলেন তারা, তবে এ জুটি ভেঙেছেন পেসার তাসকিন আহমেদ। ২৭তম ওভারের শেষ বলে ড্রাইভ করতে গিয়েছিলেন ডি লিডি, ব্যাটের কানা ছুঁয়ে গেলেও টাইগারদের আবেদনে আঙুল তোলেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে তাকে ফিরিয়েছেন তাসকিন। ৩২ বলে ১৭ করেন ডি লিডি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে ৫ উইকেটে ১২৭ রান করেছে নেদারল্যান্ডস।