প্রথমবারের মতো লিগস কাপের সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। একইসঙ্গে ক্লাবটিকে হাতছানি দিচ্ছে প্রথমবারের মতো কোনো শিরোপা জিতে ইতিহাস গড়ার। মেসির নেতৃত্বে রীতিমতো উড়ছে তারা।
বুধবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টায় ফিলাডেলফিয়ার বিপক্ষে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামবে মায়ামি। কিন্তু ফাইনালের ঠিক আগের দিন শঙ্কার কালো মেঘে ছেয়ে গেল ইন্টার মায়ামি শিবির। কেননা শঙ্কা জেগেছে লিওনেল মেসির সেমি-ফাইনালের ম্যাচে খেলা নিয়ে।
অনুশীলনের সময় গোড়ালি মচকে গিয়েছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের। আর তাতেই ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামা নিয়ে শঙ্কা জেগেছে তার।
তবে হেড কোচ জেরার্দো মার্টিনো উড়িয়ে দিয়েছেন এই শঙ্কা। তার মতে মেসিকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত
করেছেন তিনি।
মার্টিনো বলেন, ‘আসলে কী হয়েছে, সেটি আমি দেখিনি। তবে আমার ধারণা, মারাত্মক কিছু হলে খেলোয়াড়েরা সবাই এ নিয়ে চিন্তিত হয়ে পড়ত। এখন যেহেতু এ নিয়ে কারো মন খারাপ নেই, ধরেই নেওয়া যায় কিছুই হয়নি।’
কোচ আশ্বস্ত মেসিভক্তদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পরেই গেছে। কেননা ম্যাচের আগের অনুশীলনে গোড়ালি চেপে ধরে রাখতে দেখা গেছে মেসিকে কয়েকবার। সেই সঙ্গে হেঁটেছেনও খুঁড়িয়ে।