বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন
বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ ঢাকার এক হোটেলে ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচনের সময় উপস্থিত ছিল দুই দলের অধিনায়ক তামিম ইকবাল ও জস বাটলার।
বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ড বলে কথা। আর তাদের বিপক্ষেই বুধবার লড়তে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। তার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই দলের প্রতিনিধিই। দু’পক্ষই ম্যাচে দারুণ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।
এদিন টাইগারদের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ইংল্যান্ডের পেস বোলিংয়ের প্রশংসা করে হাথুরু বলছিলেন, ‘বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং আক্রমণ তাদের। পাঁচজন পেসার এবং তিন স্পিনার নিয়ে এই সফরে এসেছে তারা। এই সিরিজে তাদের পেস বোলারদের মোকাবেলা করাই কঠিন হবে’।
ইংল্যান্ড দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন অলরাউন্ডার মঈন আলি। তার মতে বাংলাদেশ ফেবারিট, তবে নিজেরাও যে বিশ্বচ্যাম্পিয়ন সেটাও মনে করিয়ে দিলেন ইংলিশদের তারকা এই অলরাউন্ডার।