টানা তৃতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া
ক্রিকেট বিশ্বকাপে হলুদ জার্সিধারীরাই রাজত্ব করবে এটাই যেন নিয়ম। আর বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকা শুধু ব্যর্থ হবে সেটাই যেন নিয়তি! রবিবার কেপটাউনের নিউল্যান্ডসে ফাইনাল ম্যাচে টস জিতে
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৬ রান জমা করে অস্ট্রেলিয়ার মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের ইনিংস থামে ৬ উইকেটে ১৩৭ রানে। ফলে ১৯ রানের জয়ে শিরোপার উৎসবে মেতেছে মেগ ল্যানিংয়ের দল।
এতে প্রথমবার ফাইনালে ওঠা প্রোটিয়াদের রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হলো। নারী কিংবা পুরুষ, ক্রিকেট ইতিহাসে যে কোনো সংস্করণের বিশ্বকাপে প্রথমবার ফাইনালে পা রাখে দক্ষিণ আফ্রিকা।
ঘরের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে প্রথম শিরোপা জয়ের হাতছানিও ছিল তাদের সামনে। ক্রিকেট দুনিয়ায় প্রোটিয়ারা হতভাগা। সেটা আবার প্রমাণ হয়ে গেল! আর অস্ট্রেলিয়া পেল ষষ্ঠ শিরোপা।