ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সানিয়া মির্জা
গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা যে কোনও টেনিস খেলোয়াড়ের কাছে স্বপ্নের মতো। সেই ফাইনাল যদি ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লামে হয়, তাহলে তো সোনায় সোহাগা। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জন্য তেম্ন টাই। এ টুর্নামেন্টের মিক্সড ডাবলস ইভেন্টে ফাইনালে উঠেছেন সানিয়া-বোপান্না জুটি।
মহিলাদের ডাবলসে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেও মিক্সড ডাবলসের সেমিফাইনালের ম্যাচে ৭-৬, ৬-৭, ১-০ (১০-৬) গেমে আমেরিকার ডেজরে ক্রাভচেক ও ব্রিটেনের নিল স্কুপস্কি জুটিকে হারান এ টেনিস সুন্দরী-বোপান্না জুটি।
নিজ দেশের বোপান্নার সঙ্গে জুটি বেঁধে সানিয়ার সামনে ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন সানিয়া। সে বার সঙ্গী ছিলেন মহেশ ভূপতি। এই মঞ্চ থেকে ডাবলসেও চ্যাম্পিয়ন হয়েছেন পাক ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী। মেলবোর্নে ক্যারিয়ারের তৃতীয় ও সর্বমোট সপ্তম গ্র্যাম স্লাম জয়ের একবারে দোরগোড়ায় সানিয়া মির্জা।