বিপিএলের ধারাভাষ্যে ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস
রোববার বাংলাদেশে পা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার কার্টলি অ্যামব্রোস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তায় সেইখবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির সে ভিডিও বার্তায় সাবেক কিংবদন্তি এ পেসার বলেছেন, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি। এখানে বিপিএলের অংশ হতেই এসেছি। তবে ক্রিকেট খেলতে আসিনি, এমন কিছুর আশা করবেন না যেন।’
ক্যারিবিয়ান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিয়মিতই ধারাভাষ্য দিচ্ছেন অ্যামব্রোস।এবারের বিপিএলেও তিনি ধারাভাষ্য দিবেন