টেস্ট র্যাংকিং আরও একধাপ এগিয়ে গেলেন লিটন দাস
আইসিসি সবশেষ তালিকাকৃত টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় আরও একধাপ এগিয়েছেন লিটন। এখন তার অবস্থান ১১তম। ডিসেম্বরেই ঢাকা টেস্টের পর র্যাঙ্কিংয়ের ১২তম স্থানে ওঠেন লিটন।এবার আরো একধাপ এগিয়ে নিয়ে নতুন ইতিহাস গড়লেন।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দেশের ব্যাটারদের মধ্যে সেরা হিসেবে প্রমান করেছেন অনেক আগেই। এবার সেই ইতিহাসটাই আরও পাকাপোক্ত করলেন স্টাইলিশ ব্যাটার লিটন দাস।
সবশেষ তালিকাকৃত র্যাঙ্কিংয়ে লিটনের পেছনে আছেন উসমান খাজা, জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলির মতো তারকা।
লিটনের ঠিক একধাপ আগে অর্থাৎ দশম স্থানে আছেন ড্যারিল মিচেল। তার রেটিং ৭১৬। লিটনের রেটিং ৭০২। শীর্ষে থাকা মার্নাস লাবুশেনের রেটিং ৯২৫।
