পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো!
বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাসেল ডমিঙ্গো। ভারতের বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজ হারার ২ দিন পরেই গত মঙ্গলবার বিসিবিকে নিজের এই সীদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
সিরিজ শেষে পরিবারের সাথে বড়দিন উৎযাপনের জন্য জন্মভূমি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন ডমিঙ্গো কিন্তু এরই মধ্যে বিসিবির ক্রিকেট অপারেশন’স চেয়ারম্যান জালাল ইঙ্গিত দেয় বিসিবি তার বিষয়ে সীদ্ধান্ত নিতে পারে। ঢাকা টেস্টের পর তিনি বলেন “আমরা এমন একজন কোচ চাচ্ছি যার ইমপ্যাক্ট এবং ইনফ্লুয়েন্স থাকবে দলের উপর। খুব শীঘ্রই পরিবর্তন আসতে পারে”
ডমিঙ্গো ২০১৯ এর সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হন। তার পূর্বসূরি স্টিভ রোডস, যার রেকর্ড খুব ভালো ছিলো, তাকে বিশ্বকাপে ব্যর্থতার কারণ দেখিয়ে বরখাস্ত করা হয়েছিলো। ডমিঙ্গোর আন্ডারে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জেতে, নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে যখন সব বড় বড় দল নাকানিচুবানি খাচ্ছিলো তখন ওডিআই সিরিজ জিতে এবং সর্বশেষ ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওডিআই সিরিজ জিতে।