শেষ বিকেলের হতাশায় পিছিয়ে বাংলাদেশ
লাল বলের ক্রিকেটে কোনভাবেই যেন কিছু হচ্ছেনা বাংলাদেশ দলের ব্যাটারদের। ব্যাট হাতে চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও ব্যর্থ হতে চলল সাকিব আল হাসানের দল। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই গুঁটিয়ে গেল তাঁরা। মাত্র ২২৭ রানেই শেষ টাইগারদের ইনিংস।
ব্যাট হাতে লড়াই করেছেন মুমিনুল হক। তবে ১৬ রানের জন্য সেঞ্চুরি পাননি। শেষের ব্যাটসম্যানরাও কেউ দাঁড়াতে পারেননি। যার ধারাবাহিকতায় বড় স্কোর গড়তে পারেনি সাকিবের দল। আশ্বিনের এক ক্যারম বলে দ্বিধায় পড়ে ১২ চার ও এক ছক্কায় ১৫৭ বলে ৮৪ রান করে আউট হন।
এর এক বল পরেই নিচু ফুলটস ছক্কায় ওড়ানোর চেষ্টায় জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন সৈয়দ খালেদ আহমেদ। রানের খাতা খুলতে পারেননি তিনি। ১৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ বাংলাদেশ থমকে যায় ২২৭ রানে।
বরাবরের মত এদিনও ব্যর্থ সাকিব-মুশফিক-শান্তরা। ব্যাটিংয়ে এসে শুরুর দিকের ধাক্কা সামলালেও ইনিংস বড় করতে পারেননি তাঁরা। টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষের সাথেও মাইন্ড গেমে পেরে উঠতে হয়। কিন্তু এটাতে ব্যর্থ অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস।
দিনের শেষভাগে এসে ৮ ওভার বোলিং করেছে টাইগাররা। কিন্তু এই সময়ে কোনো উইকেটই তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। ১৯ রান করেছেন লোকেশ রাহুল ও শুভমন গিল। ২০৮ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবে ভারতীয়রা।