দ্বিতীয় টেস্টে ‘অলরাউন্ডার’ সাকিবকে পাচ্ছে বাংলাদেশ
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে বল হাতে সাকিবকে দেখা গেলেও ২য় ইনিংসে এক ওভার বল ও করেননি সাকিব। শঙ্কা ছিলো মিরপুর টেস্টের বোলিং নিয়েও। তবে টাইগারদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড শঙ্কা দূর করে জানালেন; ভারতের বিপক্ষে ২য় টেস্টে বল করবেন সাকিব।
২য় টেস্ট শুরু আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ড। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড বলেছেন, ‘সাকিব ঠিক আছে, সে বল করবে। সে ব্যথা পেয়েছিল ওয়ানডে ম্যাচে। সেটা থেকে সে সেরে উঠেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং বোলিং করার জন্যও প্রস্তুত।’
‘অলরাউন্ডার’ সাকিবকে পাওয়ায় বাংলাদেশ দলের বোলিং আক্রমণটা কেমন হতে পারে, সে আভাসও দিয়েছেন ডোনাল্ড। তিনি বলেছেন, ‘চট্টগ্রাম টেস্টে খেলা তিন স্পিনার খেলবে, আর দুই পেসার তাসকিন ও খালেদ। এটাই সম্ভবত হতে যাচ্ছে।’
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।