কাকে উদ্দেশ্য করে মেসির এমন উদযাপন?
গোল করলেই আকাশের দিকে দুই হাত উঁচিয়ে উদযাপন করেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ফুটবল বিশ্বে তার এ উদযাপন বেশ বিখ্যাত এবং পরিচিত। কিন্তু কাল নেদারল্যান্ডের বিপক্ষে গোল করে কানের পাশে দু-হাত দিয়ে নিজের গোল উদযাপন করেন মেসি।
কেন এল এম টেনের এমন ব্যাতিক্রমি সেলিব্রেশন? ফুটবল সমর্থকদের মাঝে এখন এটা মিলিয়ন ডলারের প্রশ্ন। আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে সাধারণত ঠাণ্ডা মাথার সাদাসিধে মানুষ বলেই চেনেন ফুটবল বিশ্ব। কিন্তু কাল মেসিকে এমন তাঁতিয়ে দিয়েছিল কে?
শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা। যে ম্যাচে অনেক রোমাঞ্চ ঘটার পর ট্রাইবেকারে জিতে সেমি ফাইনালে পা রাখে আকাশী-নীলরা। এই ম্যাচের আগে মেসিদের উদ্দেশ্য করে অনেক ব্যঙ্গাত্মক কথা শুনিয়েছেন ডাচ কোচ লুই ভ্যান গাল।
ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ঠিক ডাচ কোচের সামনে গিয়েই কানে দু-হাত দিয়ে তাকে ব্যঙ্গ করে নিজের গোল উদযাপন করেন মেসি। কিন্তু এটি ছিল আরেক আলবিসেলস্তে তারকা রিকুয়েলমের চিরচেনা উদযাপন। মেসি এটি আবার গতকাল রাতে লুসাইল স্টেডিয়ামে ফিরিয়ে আনলেন কেন?
২০০২ সালে যখন আর্জেন্টাইন সুপারস্টার রিকুয়েলমে বার্সার হয়ে খেলতেন তখন দলের কোচ ছিলেন এই ভ্যান গাল। তিনি রিকুয়েলমে কে তার স্বভাবজাত পজিশন থেকে জোর করে সরিয়ে নিয়ে অন্য পজিশনে খেলাতে চান। যার জেরে ভ্যান গালের প্রতি প্রচুর অভিমানে এই কিংবদন্তি বার্সা ছেড়ে তখন ভিয়ারিয়ালে যোগ দেন।
সেই রিকুয়েলমের বিখ্যাত সেলিব্রেশনটি মেসি ফিরিয়ে আনলেন কাতারে। ম্যাচের আগে নেদারল্যান্ডস এর কোচ, খেলোয়াড়, কিংবদন্তিদের প্রচুর কটু কথা বলতে দেখা যায় মেসি এবং তার দলের উদ্দেশ্যে। মেসি তার জবাব দিয়েছেন খেলার মাঠে এমন বুনো উল্লাস দিয়ে। মেসি বলেই হয়ত সম্ভব হয়েছে এমন দাঁত ভাঙা জবাব দিতে!