খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

গুপ্তচর ড্রোন পাঠিয়ে সার্বিয়ার অনুশীলন পর্যবেক্ষণ করছে ব্রাজিল!

0
মরুর দেশ কাতারে  চলছে বিশ্বকাপের ২২তম আসর। যেখানে ইতোমধ্যে  মুদ্রার এপিট-ওপিট দেখে ফেলেছে পুরো বিশ্ব। বহুল আলোচিত অঘটনের জন্ম দিয়েছে এবারের আন্ডারডগরা। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
লুসাইল স্টেডিয়ামে রাত ১টায় সেলেসাওদের প্রতিপক্ষ সার্বিয়া। মাঠে গড়ানোর আগেই ম্যাচটি নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। এবার ব্রাজিলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।
ড্রোন দিয়ে সার্বিয়ার ওপর গোয়েন্দাগিরি করেছে ব্রাজিল, হঠাৎ করেই চাউর এমন সংবাদ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। ২০ বছর যাবত শিরোপা বঞ্চিত ব্রাজিল এবার যে কোন মুল্যে হেক্সা মিশনে সফল হতে চায় তাঁরা। তাই বলে প্রতিপক্ষের ক্যাম্পে এমন গোয়েন্দাগিরি? যদিও এই খবর বিশ্বাস করেননা সার্বিয়ার কোচ দ্রাগান স্টইকভিচ।

 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না, তারা আমাদের ওপর গোয়েন্দাগিরি করেছে। তারা কেন এটা করতে যাবে? তারা এমনিতেই ফুটবল পাওয়ার। আমি মনে করি না তারা ড্রোন ব্যবহার করে আমাদের ওপর গোয়েন্দাগিরি করেছে। তাই একে ভুয়া নিউজই বলতে হবে।’

স্টইকভিচ বলেন, ‘শুধু ব্রাজিল কেন,আমরা বিশ্বের কোনো দলকেই ভয় পাই না। ব্রাজিলে ভিনিসিয়াস, রাফিনহা, রিচার্লিসন এবং নেইমারের মতো বিশ্বমানের ফুটবলার রয়েছে। তারা সবাই আক্রমণাত্মক খেলোয়াড়। তবে ব্রাজিল কিভাবে খেলে সেটা ব্যাপার না, আমরা কিভাবে খেলি সেটিই বড় ব্যাপার।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy