‘ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, গোল্ডেন বুট মেসির’
আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফাইনালে মেসির বা-পায়ের বাঁকানো শটে গোলের মাধ্যমে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, আর তাতে করে ঘুচে যাবে আলবিসেলেস্তেদের ৩৬ বছরের শিরোপা-খরা! এ যেনো প্রতিটি আর্জেন্টিনা কিংবা মেসি ফ্যানের স্বপ্ন।
এবার এই স্বপ্নের পালে পাওয়া দিয়েছে ফিফা ভিডিও গেমসের নির্মাতা প্রতিষ্ঠান ‘ইএ স্পোর্টস’। মূলত তারা ‘হাইপারমোশন২’ প্রযুক্তি ব্যবহার করে কাতার বিশ্বকাপে প্রতিটি ম্যাচের গতি–প্রকৃতির চিত্র তুলে ধরেছে। যার ফলে করা হয়ে গেছে ভবিষ্যৎবাণীও।
ম্যাচ বাই ম্যাচ, ৬৪ ম্যাচেরই গতি-প্রকৃতি দেখিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে ফাইনালে মেসির গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। গোল্ডেন বুটও জিতেছেন গ্রহের সবথেকে সফল ফুটবলার লিও মেসি। এখন প্রশ্ন আসতে পারে অক্টোপাস, কুকুর সহ নানা পশুপাখি এবং নানারকম প্রযুক্তিই তো প্রেডিকশন দেয়, ‘ইএ স্পোর্টস’ এর প্রেডিকশনই কেনো মানতে হবে বা তাদের উপরই কেনো বিশ্বাস রাখতে হবে। এই প্রশ্নের উত্তর হলো একটা ফ্যাক্ট।
বিগত তিন বিশ্বকাপ তথা ২০১০, ২০১৪ আর ২০১৮ বিশ্বকাপেও ভবিষ্যদ্বাণী করেছিলো ‘ইএ স্পোর্টস’। মজার ব্যাপারটা হলো তিনটি আসরেই মিলে গিয়েছিলো তাদের ভবিষ্যদ্বাণী! শিরোপা জিতেছিলো যথাক্রমে স্পেন, জার্মানি ও ফ্রান্স। তাই তাদের কথাতে ভরসা করাই যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির মতে এবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
তাদের প্রেডিকশন অনুযায়ী ৮ গোল করে গোল্ডেন বুট জিতবেন লিওনেল মেসি। সমান ৬ গোল করে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকবে যথাক্রমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ডাচ তারকা মেম্মিস দিপেই। গোল্ডেন গ্লাভস জিতবে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ।