আবুধাবি টি-টেন লিগে একমাত্র বাংলাদেশী ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স এইবারের আসরের জন্য একের পর এক চমক রেখে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার তাদের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন জিম্বাবুয়ের এক সময়ের তারকা ক্রিকেটার তাদেন্দা তাইবু।
গতকাল (বৃহস্পতিবার) বাংলা টাইগার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে তাঁরা লিখেছেন, ‘জিম্বাবুয়ের একজন কিংবদন্তি ক্রিকেটার; যিনি এক যুগ ধরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ আসরের ‘সহকারী কোচ’ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’
এছাড়া বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক বাংলাদেশ দলের হার্ড-হিটার ক্রিকেটার আফতাব আহমেদকে। এছাড়া মেন্টরের ভূমিকায় দেখা যাবে প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। ফিটনেস ট্রেনার হিসেবে থাকবেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপজয়ী দলের সদস্য রিচার্ড স্টোনিয়ার।
একঝাক হাই প্রোফাইল কোচিং প্যানেলকে নেওয়ার পাশাপাশি দলটি ভিড়িয়েছে বিশ্বের নামীদামী তারকা ক্রিকেটারদেরও। গেল সেপ্টেম্বরে টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। সেই ড্রাফট থেকে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছিল বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। এরপর বাংলা টাইগার্স দলে ভেড়ায় তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। এর আগে সাকিব আল হাসানকে ঘোষণা করেছিলেন দলটির আইকন ক্রিকেটার হিসেবে।
বিদেশীদের মধ্যে সাইনিং করিয়েছেন কলিন মুনরো, হযরতউল্লাহ জাজাই, এবিন লুইস, পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির, ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল সহ অনেক তারকা ক্রিকেটার।