শ্বাসরুদ্ধকর জয়ে সেমিতে ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়ার
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টোয়েল্ভে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সেমিতে নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টসে হেরে বোলিং করতে নেমে শ্রীলঙ্কাকে ১৪১ রানে আটকে দেয় তারা। আর সেই লক্ষ্য ২ বল বাকি থাকতেই পার করে অজিদের কাঁদিয়ে শেষ চারে পৌঁছে যায় জস বাটলাররা।
টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। পাথুম নিশানকার ৪৫ বলের ৬৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলংকা।
টার্গেট তাড়া করতে নেমে জয়ের লক্ষ্যে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। ৪৭ রান করে আউট হন অন্য ওপেনার অ্যালেক্স হেলস। তবে মাঝে কিছুটা ছন্দপতন হয় ইংলিশদের। এরপর স্যাম কারানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের ভীত গড়েন অলরাউন্ডার বেন স্টোকস।
ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে ২ বল আগেই দলের জয় নিশ্চিত করেন পেসার ক্রিস ওকস। দলের জয়ে ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৩৬ বলে ২ বাউন্ডারিতে ৪২ রানে অপরাজিত থাকেন বেন স্টোকস।
আর তাতেই অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলকে বিদায় করে নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ-১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। ইংল্যান্ড আজ জয় পাওয়ায় পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট হয়েছে ৭। আগে থেকেই গ্রুপ-১ এ পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে সেমির পথে ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে রান রেটে এগিয়ে থাকার সুবাদে অস্ট্রেলিয়াকে বিদায় করে নিউজিল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে ইংলিশরা।