বিশ্বকাপের আগমুহূর্তে ইনজুরিতে জর্জরিত আর্জেন্টিনা
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৬ দিন বাকী। কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের কপালে চিন্তার ভাজ। একের পর এক প্লেয়ার ইনজুরিতে পড়ে চলেছে, প্রতিদিনই দীর্ঘ হচ্ছে তালিকা। তালিকায় সর্বশেষ সংযোজন সেভিয়ার লেফট ব্যাক মার্কোস আকুনা যে কিনা ‘লা স্কালোনেটা’র গুরুত্বপূর্ণ সদস্য। তবে সে সার্জারী না করানোর সীদ্ধান্ত নিয়েছে, ফলে ৬০% ফিটনেস নিয়েই বিশ্বকাপে যাবে সে।
আগস্টে ভিয়ারিয়াল রাইটব্যাক হুয়ান ফয়েতের ইঞ্জুরিতে পড়ার মাধ্যমে এই তালিকা সূচনা হয়। এরপর একে একে ইনজুরিতে পড়ে পাওলো দিবালা, আনহেল ডি মারিয়া, হোয়াকিন কোরেয়া সহ আরো বেশ ক’জন। শেষ দিকে এসে জটিল ইনজুরিতে পড়েছে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার জিওভানি লো সেলসো, বিশ্বকাপ মিস করার শঙ্কাও আছে তার।
ইনজুরি সমস্যার কারণে কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ১১ তারিখের বদলে ১৪ নভেম্বর ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তিনি আশা করছেন এর মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্যগণ সুস্থ হয়ে উঠবেন।