বিশ্বকাপ ব্যর্থতায় বিদায় নিলেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠার লড়াইয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের এমন অকাল বিদায়ে বিস্মিত হয়েছেন পুরো ক্রিকেট দুনিয়া। যার কারনে তাদের অমন ব্যর্থতায় নিজ থেকে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন হেড কোচ ফিল সিমন্স।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পরেই পদ থেকে সরে দাঁড়াবেন সিমন্স। টি-২০ বিশ্বকাপের পরেই অজিদের বিপক্ষে ২টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্জিজ ক্রিকেট দল। আগামী ৩০ নভেম্বর শুরু হবে সেই সিরিজ।
বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে এই ক্যারিবিয়ান কোচ জানান, ‘আমি জানি, এটা শুধু দলকেই নয়, বরং ব্যথিত করছে সেই সব গর্বিত দেশগুলিকেও, যাদের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি। আমরা ভালো খেলতে পারিনি। এখন আমাদের অংশগ্রহণ না করে বাইরে থেকে বিশ্বকাপের খেলা দেখতে হবে। এটা দুর্ভাগ্যজনক এবং এর জন্য আমি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
প্রথম দায়িত্বে ২০১৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। এবার হতাশ করলেন সিমন্স। ২০১৯ সালের অক্টোবরে দ্বিতীয় মেয়াদে উইন্ডিজ দলের দায়িত্ব পান ফিল সিমন্স। এর আগে প্রথম দফায় ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।