স্টয়নিস ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা
গত কালকে বাংলাদেশের উপর দিয়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া সিত্রাং যেন আছড়ে পড়লো অস্ট্রেলিয়ার পার্থে। না এটি কোন সিত্রাং এর প্রভাব না। তবে ঠিক তার মত শ্রীলঙ্কার উপর দিয়ে এক প্রলয়ংকারী ঝড় বইয়ে দিল অস্ট্রেলিয়ান ব্যাটার মার্কস স্টয়নিস।
বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে স্টয়নিসের ঝড়ো ফিফটিতে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার ১৫৭ রানের জবাবে ২১ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। ১৮ বলে চারটি চার ও ছয় ছক্কায় অপরাজিত ৫৯ রান করে দলকে জয়ের আনন্দে ভাসান স্টয়নিস।
এশিয়ান চ্যাম্পিয়নদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাড়ম্যাড়ে শুরু করে আজিরা। কোন চার ছয় ছাড়া পাওয়ার প্লে শেষ করে তারা। আজি এক ওপেনার ডেভিড ওয়ারনার ১১ রান করে আউট হলেও অন্য জন অপারাজিত।
অন্যদিকে মারকাটারি শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি ম্যাক্সওয়েল। করেছেন ১২ বলে ২৩। এরপর রীতিমত থিকসানা-কুমারা-ক্রুনারত্নের উপর ঝড় বইয়ে দেন স্টয়নিস। রেকর্ড ১৭ বলে ফিফটি হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৫৯ রানে দলকে জিতিয়ে ফেরেন। ফিন্স অপারাজিত থাকেন ৪২ বলে ৩১ রান করে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলকে মোটামুটি একটা ভাল সংগ্রহ এনে দেন নিসাঙ্কা, আসালাঙ্কা এবং ধনঞ্জয়া। ওপেনার নিসাঙ্কার ব্যাট থেকে আসে ৪৫ বলে ৪০, আসালাঙ্কার ২৫ বলে ৩৮ এবং ধনঞ্জয়ার ২৩ বলে ২৬।