কিউইদের প্রতিশোধের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া
বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে ৮৯ রানের বড় ব্যবধানে স্বাগতিক আজিদের হারিয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বোলিং, ব্যাটিং কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি অ্যারন ফিঞ্চের দল। ২০১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে অজিরা ১১১ রানে গুটিয়ে যায়।
টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ফিঞ্চ। কিন্তু তার এ সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে। ৫৮ বলে ৯২ রানের অপরাজেয় ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ২০০ রানের বড় ভিত গড়ে দেন। এছাড়া ফিন অ্যালেন ১৬ বলে ৪২, জেমস নিশাম ১২ বলে ২৬ ও কেন উইলিয়ামসন ২৩ বলে ২৩ রান করেন। জস হ্যাজেলউড দুই উইকেট নিইয়েছেন ৪১ রানে।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্ল্যাক ক্যাপসদের বোলিং-ফিল্ডিং এর সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। কিউইদের হয়ে অনবদ্য বোলিং করেছেন টিম সাউদি। একে একে ডেভিড ওয়ারনার, মিচেল মার্শ ও কামিন্সকেও ফেরান তিনি। তার সঙ্গে ট্রেন্ট বোল্ট অনবদ্য বোলিং করে দুটি উইকেট তুলে নেন। আর স্পিনার মিচেল স্যান্টনার তুলে নেন তিন উইকেট। ব্যাটিং বিপর্যয়ে দিন অজিদের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া কামিন্স করেন ২১ রান।