আরব আমিরাতকে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখল সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ৭৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নিল দাসুন শানাকার দল। লঙ্কানদের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৩ রানে থেমে যায় আমিরাতের ইনিংস।
ভিক্টোরিয়ার সাউথ জিলংয়ে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আমিরাতের বোলারদের নাস্তানাবুদ করেন লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ঝড় বইয়ে দেন আরব আমিরাতের বোলারদের উপর। লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ ৬০ বলে ৭৪ রান আসে তার ব্যাট থেকে।
১৫তম ওভারে এসে চমক দেখালো আমিরাতের মেইয়াপ্পন। অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে হ্যাট্রিক দেখালেন তিনি। একে একে ভানুকা রাজাপাকসে চারিথ আশালাঙ্কা এ দাসুন শানাকাকে ড্রেসিং রুমে পাঠান এই আমিরাতিয়ান।
শেষ পর্যন্ত ৮ উইকেটের খরচায় আমিরাতের সামনে ১৫২ রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় লঙ্কানরা।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও টেম্পারমেন্ট ধরে রাখতে পারেননি আরব আমিরাত। দুশমন্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিং তোপের সামনে দাঁড়ানো সম্ভব হয়নি আমিরাতের ব্যাটারদের। মাত্র ৭৩ রানে থামে তাদের ইনিংস। আর সেই সুবাদে ৭৯ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা।
হাসারাঙ্গা ৮ রানে ৩টি আর চামিরা ১৫ রানে ৩টি উইকেট নেন।