সুপার টুয়েলভের পথে আরও একধাপ এগিয়ে গেল নেদারল্যান্ডস
লক্ষ্যটা মাত্র ১২২! তার দিকেই নির্ভার থেকে এগোচ্ছিলো নেদারল্যান্ডসের ব্যাটাররা। কিন্তু ১৪তম ওভার থেকে ম্যাচটির চিত্র বদলে যায়। নামিবিয়ায় যেন জয়টা তুলে নিচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য তা হতে দেননি লিডি এবং প্রিঙ্গল। মাত্র ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় দলটি। এর ফলে সুপার টুয়েলভের পথে আরও একধাপ এগিয়ে গেল নেদারল্যান্ডস।
জিলংয়ের কার্ডিনিয়া ওভালে মঙ্গলবার টস হেরে আগে বল হাতে নিয়ে নামিবিয়ার ৬ উইকেট তুলে নিয়ে ১২১ রানে আটকে দেয় নেদারল্যান্ডস। জবাব দিতে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে দলটি।
নামিবিয়া টস জিতে ব্যাটিংয়ে নেমে ফ্রাইলিংকের ৪৩, ফন লিংগেন ১৯ বলে ২০ রান এবং অধিনায়ক এরাসমাসের ১৮ বলে ১৬ রানের সুবাধে ১২১ রান সংগ্রহ করে। ডাচদের হয়ে বাস ডি লিডি নেন ২ উইকেট।
রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস দুই ওপেনার বিক্রমজিত সিং ও ম্যাক্স ওলডের ব্যাটে উড়ন্ত সূচনা পায়। বিক্রমজিত ৩১ বলে ৩৯ রান করেন। এরপর ম্যাক্স ওলড ফেরেন ৩৫ রান করে।
তবে এক প্রান্ত আগলে রাখা বাস ডি লিডির ৩০ ও টিম প্রিঙ্গেলের ৯ রানে ভর করে ৫ উইকেটের জয় পায় নেদারল্যান্ডস।