চ্যাম্পিয়নস লিগে দারুণ জয় পেয়েছে পিএসজি-সিটি-রিয়াল
উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ জয় পেয়েছে পিএসজি-ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ। ইজরায়েলের ক্লাব মাকাবি হাইফার বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে মেসির দলটি। বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংলিশ ক্লাব সিটি। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে এফ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল।
ম্যাচের ২৪ মিনিটে জারন চেরির গোলে এগিয়ে যায় মাকাবি হাইফার। ম্যাচের ৩৭ মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান লিওনেল মেসি। পিএসজির জয়ে বাকি দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলীয় তারকা নেইমার। ৬৯ এমবাপ্পে পিএসজির হয়ে দ্বিতীয় গোল করেন। পিএসজির পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করেন নেইমার। ৮৮ মিনিটে ভেরাত্তির বাড়ানো বল পেয়ে গোল করতে ভুল করেননি ব্রাজিলীয় ফরোয়ার্ড।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড। নিজের সাবেক ক্লাব বরুশিয়ার জালে বল পাটিয়েছেন বর্তমান ম্যানসিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ম্যানসিটির হয়ে বাকি গোলটি করেন জন স্টোন্স। ফলে ঘরের মাঠে ম্যানসিটি জিতেছে ২-১ গোলে।
রাতের অন্য ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে জিততে ঘাম ছুটেছে রিয়াল মাদ্রিদের। তবে শেষ পর্যন্ত ফেদেরিখো ভালভার্দে এবং মার্কো অ্যাসেন্সিওর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপাধারীরা।