আফগানিস্তানকে হারিয়ে লঙ্কানদের মধুর প্রতিশোধ
গ্রুপ পর্বে আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণ করলেও সুপার ফোরে এসে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে মধুর প্রতিশোধ নিল আয়োজক শ্রীলঙ্কা।
শারজায় টস জিতে আফগানিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৫ রানের বড়সড় ইনিংস সংগ্রহ করে। যদিও একসময় ২০০ রানের গণ্ডি টপকে যাওয়াও অসম্ভব মনে হচ্ছিল না গুরবাজ-জাদরানদের।
জবাবে ব্যাট করতে নেনে শ্রীলঙ্কা চোখে চোখ রাঙানি দেয় আফগানিস্তানকে। মুজির উর রহমান, রশিদ খানদের নীল বিষ সামলে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। ১৯.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ৫ বল বাকি থাকতে ৪ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতেন দাসুন শানাকারা।
আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে ৮৪ রানের ঝড় তুলেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৪৫ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৬টি ছক্কা মারেন। এছাড়া ইব্রাহিম জাদরান ৪০, হজরতউল্লাহ জাজাই ১৩, নাজিবউল্লাহ জাদরান ১৭ রান করেন। দিলশান মদুশঙ্কা ২টি এবং মাহিশ থিকসানা ১টি করে উইকেট নেন।
জবাবে শ্রীলঙ্কার ব্যাটারদের দলগত ব্যাটিংয়ে জয়টা সহজ হয়ে যায়। পাথুম নিশঙ্কা ৩৫, কুশল মেন্ডিস ৩৬, দনুষ্কা গুনাতিলাকা ৩৩, দাসুন শানাকা ১০, ভানুকা রাজাপাকসে ৩১ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা অপরাজিত ১৬ রান করেন। মুজিব উর রহমান ও নবীন উল হক ২টি করে উইকেট নেন। দল হারলেও ম্যাচ সেরা হন রহমানউল্লাহ গুরবাজ।