টি-টোয়েন্টি থেকে ডমিঙ্গোর বিদায়
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্বে আর থাকছেন না রাসেল ডমিঙ্গো। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের পরিকল্পনা থেকে ডমিঙ্গোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ডমিঙ্গোও।
টি-টোয়েন্টি ফরম্যাটে দলের কোনো প্রধান কোচ আপাতত থাকছে না। তবে ওডিআই ও টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ডমিঙ্গো। সোমবার (২২ আগস্ট) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘রাসেল ডমিঙ্গো তো টি-টোয়েন্টিতে না, সে তো ওয়ানডে আর টেস্ট। আমরা টি-টোয়েন্টিকে আলাদা করেছি। হেড কোচ বলতে এখানে (টি-টোয়েন্টিতে) কেউ নেই। আমরা টি-টোয়েন্টির জন্য শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছি।
বিসিবি বস আরো বলেন, শ্রীরাম-রাসেলের সঙ্গে বসা হলো ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। আগামী তিন সপ্তাহের মধ্যে সে (ডমিঙ্গো) আমাদের পুরো পরিকল্পনা জানাবে। সে এনসিএল, ‘এ’ দলের খেলা দেখতে চায়, ভবিষ্যতের সম্ভাবনা কে কে আছে।’
টাইগাররা আগামীকাল মঙ্গলবার (২৩ আগস্ট) টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের নেতৃত্বে আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন। দুইয়ে দুইয়ে চার মিললে শ্রীরামই হতে পারেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি দলের কোচ।