জয় দিয়ে মিশন শুরু চ্যাম্পিয়ন রিয়ালের, চেলসি-টটেনহ্যামের নাটকীয় ড্র
জয় দিয়েই লা লিগায় নিজেদের মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। অবশ্য ম্যাচে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিলো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে লুকাস ভাস্কুয়েজ ও ডেভিড আলাবার জোড়া গোলে দারুণ জয় পায় দলটি। অন্যদিকে, উত্তেজনা পূর্ণ ম্যাচে চেলসি ও টটেনহ্যাম ২-২ গোলে ড্র করেছে।
স্প্যানিশ লা লিগায় রোববার রাতে ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসিয়ে এগিয়ে যায় আলমেরিয়া। মাঝ মাঠ থেকে এগুয়ারেসের পাসে বক্সে ঢুকেই আর সময় নষ্ট করেননি লারজি রামাজানি। ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। এতে পিছিয়ে পড়ে চ্যাম্পিয়ন রিয়াল।
এদিন আলমেরিয়ার হয়ে প্রতিরোধের দেয়াল তৈরী করে ফেলেছিলেন মার্তিনেজ। বার বার রিয়ালকে রুখে দিলেও ৬১ মিনিটের মাথায় আলমেরিয়াকে আর রক্ষা করতে পারেনি মার্তিনেজ। লুকাস ভাস্কুয়েজের গোলে সমতায় ফেরে লস ব্লাংকোসরা।
এরপর ৭৫ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাঠে নামার এক মিনিটের মধ্যেই ফ্রিকিকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন ডেভিড আলাবা।
রাতের অন্যম্যাচে, স্টামফোর্ড ব্রিজে টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। স্বাগতিকদের হয়ে গোল করেন কালিদু কৌলবালি ও রিচ জেমস। স্পার্সদের সমতায় ফেরান পিয়েরে এমিলে ও হ্যারি কেন।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম। সমান পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে চেলসি। টটেনহ্যামের বিপক্ষে শেষ আট ম্যাচেই অপরাজিত থাকল চেলসি। জয় ছয়টি এবং ড্র দুটিতে।