তরুণ টাইগারদের দাপুটে জয়ে সিরিজে সমতা
মোসাদ্দেক হোসেন সৈকতের পাঁচ উইকেট এবং লিটন দাসের ব্যাটিং নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে সমতা এনেছে সফরকারী বাংলাদেশ। জিম্বাবুয়ের দেয়া ১৩৬ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় টিম টাইগার্স।
রবিবার হারারে ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ের দেয়া ১৩৫ রানের মাঝারি লক্ষ্যে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনার হিসেবে নামা লিটন খেলতে থাকেন হাত খোলে অন্যদিকে প্রথম টি-টোয়েন্টির মত এই ম্যাচেও নিজেদের তেমন মেলে ধরতে পারলেন না মুনিম-বিজয়।
আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার আগে মুনিম করেন ৮ বলে ৭ রান। এবং বিজয়ের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৬ রান। দুর্দান্ত খেলা লিটন ৩৫ বলে ৫৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
তবে সফরকারীরা জয়ের বন্দরে নোঙ্গর করে আফিফ-শান্তর ব্যাটে ভর করে। দুজনেই ছিলেন অপরাজিত। আফিফ ২৮ বলে ৩০ এবং শান্ত ২১ বলে ১৯ রান করেন। ফলে ৭ উইকেটের জয় নিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা।
এর আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত বোলিংয়ে স্বপ্নের মতো শুরু হয় বাংলাদেশের। মোসাদ্দেক একে একে ফেরান জিম্বাবুয়ের ৫ ব্যাটারকে। প্রথম ওভারে রেজিস চাকাভা এবং ওয়েসলে মাধেভেরেকে ফেরান তিনি।
নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে শন উইলিয়ামসকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। আর নিজের কোটার শেষ ওভারে মিল্টন শুম্বাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট পান মোসাদ্দেক।
৩১ রানে ৫ উইকেটের পর দলের হাল ধরেন রাজা-বার্ল। তাদের রাজা-বার্লের ৮০ রানের জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৬২ রান আসে রাজার ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা।