সিরিজ শুরুর আগেই জোড়া দুঃসংবাদ জিম্বাবুয়ে দলে
রাত পোহালেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগেই জোড়া দুঃসংবাদ ভেসে এলো জিম্বাবুয়ে শিবিরে। দলটির প্রধান দুই বোলিং অস্ত্র টেন্ডাই চাতারা আর ব্লেসিং মুজারাবানি চোটে আক্রান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। দেশের মাটিতে অনুষ্ঠিত এই বাছাইপর্বে দুই ম্যাচ খেলার পর কলারবোনে চোট পান এর আগ পর্যন্ত ৪ উইকেট শিকার করা চাতারা। এরপর আর টুর্নামেন্টেই খেলতে পারেননি তিনি। টুর্নামেন্টে চার ম্যাচ পর উরুর চোট ছিটকে দেয় মুজারাবানিকেও। ফলে ৪ ম্যাচে ৫ উইকেট পাওয়া তিনিও আর খেলতে পারেননি বিশ্বকাপ বাছাইপর্বে।
মুজারাবানি এবং চাতারার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার টনি মুনিয়ঙ্গা এবং পেসার তেসার তানাকা চিভাঙ্গা।
শনিবার (৩০) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। পরের দুই ম্যাচ যথাক্রমে রবি ও মঙ্গলবার। সবগুলো ম্যাচ হবে হারারেতে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে মাঠের লড়াই। এরপর ৫, ৭ ও ১০ আগস্ট হবে ওয়ানডে সিরিজের খেলা।