এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ওয়ানডে সিরিজে লড়াই করে হারলেও টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না স্বাগতিক আয়ারল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে ৩১ রানের জয়ের পর দ্বিতীয়টিতে ৮৮ রানের জয় পেয়েছে সফরকারী নিউজিল্যান্ড। এতে করে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল মিচেল স্যান্টনারের দল। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে এই দুই দল।
বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৯ রান জমা করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে মাইকেল ব্রেসওয়েল, ইশ শোধিদের বোলিং তোপে পড়ে মাত্র ৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
নিউজিল্যান্ডের পেস ও স্পিন অ্যাটাক আইরিশদের নাভিশ্বাস তুললেও ব্যতিক্রম ছিলেন পল স্টার্লিং এবং মার্ক আডাইর। বাকিদের আসা যাওয়ার মিছিলের বিপরীতে এই দুজন টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়েছেন। ২২ বলে ২৭ রানের ইনিংস খেলে ব্রেসওয়েলের শিকার হন আডাইর। ফিরে যাওয়ার আগে ১৫ বলে ৩ চার এবং ১ ছয়ের মারে ২১ রান করেন ওপেনার স্টার্লিং।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ক্লিভার। ৫৫ বলের মোকাবেলায় ৫ চারের পাশাপাশি ৪ ছয় হাঁকান এই ডানহাতি। ২০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন ফিন অ্যালেন। ২৩ রান আসে গ্ল্যান ফিলিপসের ব্যাট থেকে। স্বাগতিকদের হয়ে ক্রেইগ ইয়ং এবং জশুয়া লিটন নেন দুটি করে উইকেট।