একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন সিমন্স-রামদিন
আন্তর্জাতিক ক্রিকেটে যেন অবসরের ধুম পড়ে গেছে। প্রথমে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবালের টি-২০ অবসর। এরপর ওয়ানডে ফরম্যাটকে না করে দিলেন ইংলিশ তারকা বেন স্টেকস।
তারও ২৪ ঘন্টার মধ্যে অবসরের ঘোষণা দিলেন দুই ক্যারিবীয়ান। উইন্ডিজের জার্সি আর গায়ে জড়াবেন না; বলে দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দিনেশ রামদিন ও মারকুটে ওপেনার লেন্ডল সিমন্স।
২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক সিমন্স নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সব সংস্করণ মিলিয়ে ১৪৪ ম্যাচে ৩৭৬৩ রান করার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের শেষ টানছি। সুযোগটা দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ।’
৩৭ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রামদিন আন্তর্জাতিক মঞ্চে ৭৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ৭১ টি-টোয়েন্টি মিলিয়ে ছয় সেঞ্চুরিতে ৬ হাজার রান করেছেন।
রামদিন ও সিমন্স আন্তর্জাতিক ক্রিকেটকে না বলে দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যেতে চান।