বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে এখনো দেশে ফিরেনি বাংলাদেশ দল। তবে এরমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে টাইগারদের জিম্বাবুয়ে সফরের সময় সূচি। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্বের ঘোষণা মতে ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে টাইগারদের ঢাকা ছাড়ার কথা থাকলেও। তবে উইন্ডিজ থেকে ক্রিকেটারদের ফেরার দিনক্ষণ নিশ্চিতের পর তা বদলে গেছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুই ভাগে ২০ এবং ২১ জুলাই দেশে ফিরবেন ক্রিকেটাররা।
তারা যাতে অন্তত কয়েকদিন দেশে বিশ্রাম নিতে পারেন, সেজন্য পরিবর্তিত সূচিতে পিছিয়েছে জিম্বাবুয়ে যাত্রার দিনক্ষণ। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে বিমানে চড়বেন লিটন-মিরাজরা।
৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে জিম্বাবুয়ে সফরে মাঠে নামবে বাংলাদেশ দল। পরদিন ১ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। একদিন বিরতির দিয়ে ২ আগস্ট এ সংস্করণের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি দলদুটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫ টায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫ আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। একদিন বিরতি শেষে ৭ আগস্ট দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। সফরের সবগুলো ম্যাচই হবে হারারেতে।