জোসে মরিনিওর রোমায় যোগ দিচ্ছেন দিবালা
ইউরোপীয় ফুটবলের দলবদল বেশ জমে উঠেছে। প্রতিদিনই কেউ না কেউ দলবদল করছেন। কে কোথায় যাচ্ছেন তা নিয়ে সমর্থকদের কৌতূহলের শেষ নেই। তবে এই মুহুর্তে আলোচনার কেন্দ্র বিন্দুতে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। ট্রান্সফার মার্কেটের চড়া খবর; দিবালা নাকি ইতোমধ্যে রোমায় পাড়ি জমিয়েছেন।
গেল মাসে জুভেন্টাসের সঙ্গে সম্পর্ক চুকে গেছে পাওলো দিবালার। দলটি চুক্তি নবায়ন না করার মৌসুম শেষে ফ্রি এজেন্টে পরিণত হয়েছেন তিনি। ফ্রি ট্রান্সফারে পরবর্তী গন্তব্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সে সুযোগটা লুফে নিয়েছে সেরি আর ক্লাব রোমা।
Paulo Dybala to Roma, here we go! Full agreement in place on a three year contract, valid until 2025. Dybala will join as free agent 🚨🟡🔴 #ASRoma @SkySport
Mourinho, key factor – he called Dybala to explain the project. All the documents being prepared, free transfer imminent. pic.twitter.com/qZaYmp5VqD
— Fabrizio Romano (@FabrizioRomano) July 18, 2022
দিবালার রোমায় যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, দিবালার রোমায় যোগ দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। অপেক্ষা শুধু চুক্তিতে সই করা।
রোমানো দাবি করেছেন, রোমা কোচ জোসে মরিনিওর আগ্রহের ভিত্তিতে ২৮ বছর বয়সী দিবালাকে ২০২৫ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এবং বছরে বোনাস সহ ৬০ লাখ ইউরো বেতন দেবে রোমা।
জুভেন্টাসের হয়ে ৭ মৌসুমে ২৯৩ ম্যাচে পাওলো দিবালা ১১৫টি গোল এবং ৪৮টি অ্যাসিস্ট করেছেন।