কিউই পেসারদের আধিপত্যে লিডসে নাকাল অবস্থা ইংল্যান্ডের
তিন ম্যাচ টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। এমন অবস্থায় হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে না পারলেও ড্যারেল মিচেল ও টম ব্লান্ডেলের ব্যাটে প্রথম ইনিংসে ৩২৯ রানে থামে নিউজিল্যান্ড।
লিডসে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান করে স্বস্তিতে দিন শেষ করলেও ইনিংসের শুরুটা খুব বাজে ভাবেই হয় নিউজিল্যান্ডের। ইংলিশদের হয়ে হেডিংলিতে শুরুর ওভারে সাফল্য এনে দেন ব্রড। ওপেনার টম ল্যাথাম ৬ বল খেলে কোনো রান করেই ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে ধাক্কাটা ভালোই সামলে উঠছিল সফরকারীরা। তখন আঘাত হানেন জ্যাক লিচ, লেগ বিফোরের ফাঁদে ফেলেন উইল ইয়ংকে।
দলীয় ৩৫ রানে ইয়ং ২০ রান করে ফিরলে আরেকটি ত্রিশ ছুঁইছুঁই জুটি গড়েন উইলিয়ামসন ও কনওয়ে। ৬২ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন কিউই অধিনায়ক, তার ব্যাট থেকে আসে ৩১ রান। দলীয় ৮৩ রানে কনওয়েকে ফিরিয়ে দেন জেমি ওভারটন।
এরপর কিউইদের দুর্দশা বাড়ে লিচের বোলিংয়ে অদ্ভুতভাবে হেনরি নিকোলস আউট হলে। কিন্তু ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেলের প্রতিরোধে শেষ পর্যন্ত প্রথম ইনিংস শেষে ৩২৯ রানে থামে কিউইরা।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিউইদের চেয়েও খারাপ অবস্থা হয় ইংলিশদের। কিউই পেসার টেন্ট বোল্টের বোলিং তোপে ইংলিশ টপ অর্ডারের তিন ব্যাটার অ্যালেক্স লিস, জ্যাক ক্রাউলি, ও অলি পোপ ফিরেন যথাক্রমে ৪,৬ ও ৫ রান করে।
এরপর জো রুট ও অধিনায়ক বেন স্টোকসও তেমন সুবিধা করতে না পারায় স্কোর বোর্ডে ৬৬ রান যোগ করতেই ৬ উইকেট হারায় ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান। জনি বেয়ারস্টো ৬৬ আর জেমি ওভারটন ৩৫ রানে অপরাজিত আছেন।