বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থান হারাল বাংলাদেশ
দীর্ঘ সময় ধরে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থানটি দখলে রেখেছিল বাংলাদেশ। তবে এবার টাইগারদের হটিয়ে টেবিল টপার হল ইংল্যান্ড। বাংলাদেশ থেকে ৫ পয়েন্ট বেশি নিয়ে অর্থাৎ ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে দলটি।
দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই জিতে নিয়ে পাক্কা ৩০ পয়েন্ট ঘরে তুলে ইয়ন মরগানের দল।
ইংলিশরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলার আগে পয়েন্ট ছিল ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট। সিরিজ শেষে এখন তাদের ৩০ পয়েন্ট যোগ হয়ে ১২৫। বাংলাদেশের ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে তামিম ইকবালের দল।
উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার বাছাইপর্ব হিসেবে চলছে এই সুপার লিগ। আয়োজক ভারত ছাড়া সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ সাতটি দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ডের টিকিট একপ্রকার নিশ্চিতই বলা চলে।
একনজরে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল-
১. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট
২. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট
৩. আফগানিস্তান: ১২ ম্যাচে ১০০ পয়েন্ট
৪. পাকিস্তান: ১৫ ম্যাচে ৯০ পয়েন্ট
৫. ওয়েস্ট ইন্ডিজ: ২১ ম্যাচে ৮০ পয়েন্ট
৬. ভারত: ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট
৭. অস্ট্রেলিয়া: ১২ ম্যাচে ৭০ পয়েন্ট
৮. আয়ারল্যান্ড: ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট
৯. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬৮ পয়েন্ট
১০. নিউজিল্যান্ড: ৬ ম্যাচে ৬০ পয়েন্ট
১১. দক্ষিণ আফ্রিকা: ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট
১২. জিম্বাবুয়ে: ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট
১৩. নেদারল্যান্ডস: ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট