বুন্দেসলিগার ক্লাব আলটাখের প্রধান কোচ হলেন মিরোস্লাভ ক্লোসা
ছিলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে যে জার্মানি বিশ্বকাপ জিতেছে, তাতে অবদান ছিল তারও। সেই মিরোস্লাভ ক্লোসা খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লিখিয়েছিলেন আগেই।
তবে কোনো ক্লাব দলের প্রধান কোচ হননি কখনো। এবার সেই প্রধান কোচ হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে মিরোস্লাভ ক্লোসার।
অস্ট্রিয়ান বুন্দেসলিগার ক্লাব আলটাখের কোচ হতে যাচ্ছেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রিয়ান ক্লাব আলটাখ তাকে কোচ করার ঘোষণা দেয়। এরপর এক বিবৃতিতে ক্লোসা বলেন, ‘এখানে নতুন ভূমিকায় কাজ করতে মুখিয়ে আছি আমি। শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি হচ্ছে।’
১৩৭ ম্যাচে জার্মানির হয়ে ৭১ গোল করা মিরোস্লাভ ক্লোসা ২০১৬ সালে অবসর নেন। তার পর নাম লেখান কোচিংয়ে। ছিলেন জার্মান জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে।