লিভারপুল ছাড়ছেন সাদিও মানে, পরবর্তী গন্তব্য বায়ার্ন
লিভারপুল তারকা সাদিও মানের দলবদলের গুঞ্জন চলছে বেশ আগে থেকে। চ্যাম্পিয়নস লিগের আগে পরেও কম হয়নি। তবে এবার গুঞ্জন সত্যি হতে চলছে। ইতোমধ্যে বুন্দেসলিগা চ্যাম্পিয়নস বায়ার্ন মিউনিখ এবং সেনেগাল তারকা মানের মধ্যে হয়ে গেছে সমঝোতা।
ইউরোপীয় ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো শুক্রবার এক টুইটবার্তায় জানান, তিন বছরের চুক্তিতে বায়ার্নে যাচ্ছেন মানে। এ ফরোয়ার্ডের ট্রান্সফার ফি বাবদ ৪১ মিলিয়ন ইউরো বা সাড়ে তিন কোটি পাউন্ডে অ্যনফিল্ড ছেড়ে যাচ্ছে সাদিও মানে।
২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে সাদিও মানের সঙ্গে। লিভারপুলের সাঙ্গে তার আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি থাকলেও চলতি মৌসুমেই যোগ দেবেন এই সেনেগাল তারকা। এমন দাবি জার্মান সংবাদমাধ্যম ‘স্কাই জার্মানি’র।
৩০ বছর বয়সী মানে লিভারপুলের হয়ে ২৬৯টি ম্যাচে ১২০ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন, ৩৮টি। ২০১৬ সালে সাউদাম্পটন থেকে ৩৩.৫ মিলিয়নের বেশি ইউরোতে লিভারপুলে যোগ দেন মানে।
সাদিও মানে ইংলিশ ক্লাব লিভারপুলকে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি জেতান।