শেষ মুহূর্তে ক্যারিবীয় দলে যুক্ত হলেন কেমার রোচ
ফিটনেস পরীক্ষায় পাস করলেন কেমার রোচ। আর তাই শেষ মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে ঢুকলেন এই অভিজ্ঞ পেসার। অ্যান্টিগায় প্রথম টেস্টের আগে ১৩তম সদস্যের ক্যারিবীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে।
কাউন্টি ক্রিকেটে চোটে পড়েছিল কেমার রোচ। যার কারনে ফিটনেস টেস্ট বাধ্য করেছিল ওইন্ডিজ ক্রিকেট বোর্ড। ম্যাচের আগেরদিন ফিটনেস পরীক্ষায় উৎরে দলে ঢুকে গেছেন ৩৩ বছর বয়সী এ পেসার।
রোচকে দলে পেয়ে উচ্ছ্বসিত হেড কোচ ফিল সিমন্স বলেছেন, ‘এই টেস্টের জন্য রোচ পুরোপুরি ফিট আছে দেখে ভালো লাগছে। সে সবসময় তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার নাম।’
৭১ টেস্টের ক্যারিয়ারে ২৪২ উইকেট নিয়েছেন রোচ। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে পেয়েছেন ৩৪টি, ৮ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তিও আছে তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এই টেস্ট। দেখা যাবে আইসিসি টিভিতে।