ইতালির জালে জার্মানির পাঁচ, হাঙ্গেরির কাছেও হারল ইংল্যান্ড
কি হল রবার্তো মানচিনির দলের? আর্জেন্টিনার কাছে ফাইনালিসিমা হারের পর একের পর এক হতাশা গেড়ে বসেছে ইতালির কাঁধে। নেশনস লিগে করুণ অবস্থা তাদের। সবশেষ জার্মানির কাছ থেকে খেল ৫ গোল। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিল হাঙ্গেরি। গুনে গুনে ৪ গোল পাঠাল ইংলিশদের জালে।
মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে মঙ্গলবার রাতে নেশনস লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে জার্মানি। জসুয়া কিমিখ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গুন্দোগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলটি করেন টমাস মুলার। আর বিজয়ীদের শেষ দুটি গোল টিমো ভেরনারের।
এবারের আসরের প্রথম তিন ম্যাচে জয়ের দেখা পায়নি জার্মানি। সবমিলিয়ে তারা ছিল চার ম্যাচ জয়শূন্য। তবে ইউরো চ্যাম্পিয়নদের পেয়ে তেলেবেগুনে জ্বলে উঠল জার্মানরা।
ইতালির গোলবন্যায় ভাসার দিনে হাঙ্গেরির বিপক্ষে এক হালি গোল হজম করে ইংল্যান্ড। উলভারহ্যাম্পটনে ১৬ মিনিটে প্রথম গোলের পর হাঙ্গেরি দ্বিতীয় গোলটি করে ম্যাচের ৭০ মিনিটের সময়।
পরের দুটি গোল হয় ৯ মিনিটের ব্যবধানে। ৮০ মিনিটে ন্যাগি জাল খুঁজে নেয়ার পর লক্ষ্যভেদ করেন ড্যানিয়েল গ্যাজডেগও। এর মধ্যে জন স্টোনস ৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠও ছাড়েন।
এ হারের ফলে ‘সি’ গ্রুপে টেবিলে সবার তলানিতে ইংল্যান্ড। ৪ ম্যাচে তাদের পয়েন্ট কেবল ২। ৭ পয়েন্ট নিয়ে টেবিলে সবার শীর্ষে রয়েছে হাঙ্গেরি।