গ্লাভস পরে বাবরের ফিল্ডিং, পাকিস্তানকে ৫ রান জরিমানা
ক্রিকেটের নিয়ম অনুযায়ী উইকেটরক্ষক ছাড়া কেউ গ্লাভস বা প্যাড পরে ফিল্ডিং করতে পারেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তা করেই বিতর্কে জড়ালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
পাকিস্তানের উইকেট রক্ষক রিজওয়ান এক হাতের গ্লাভস খুলে মাঠে রেখে কিপিং করতে যান। অন্য পাশ থেকে বাবর আজম ছুটে আসেন স্টাম্পের পেছনে কিপারের জায়গায়, রিজওয়ানের থ্রো করা বল সংগ্রহ করতে। তখন মাঠে পড়ে থাকা গ্লাভসটি হাতে পরে ফেলেন বাবর, রিজওয়ানের থ্রো থেকে বল কুড়িয়ে নেন গ্লাভস পরা ওই হাতেই।
ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৯তম ওভারে। ক্রিকেটের নিয়মের ২৮.১ ধারা অনুযায়ী উইকেটরক্ষক ছাড়া কোনও ফিল্ডার গ্লাভস বা প্যাড ব্যবহার করতে পারেন না।
বাবরকে তাই সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়াররা সতর্ক করেন। নিয়ম লঙ্ঘনের জন্য পাকিস্তানকে পাঁচ রান পেনাল্টি দেন তাঁরা।