মিলার-ডুসেন তাণ্ডবে প্রোটিয়াদের কাছে উড়ে গেলো ভারত
ডেভিড ‘কিলার’ মিলার আর রাসি ফন ডার ডুসেন ঝড়ো ইনিংসে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার ইশান কিশান ও শেষদিকে হার্দিক পান্ডিয়ার ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অভিষিক্ত অধিনায়ক ঋষভ পন্থ দল। দলের হয়ে সর্বোচ্চ ১১ চার ও ৩ ছয়ে ৭৪ রান করে ইশান কিশান। এছাড়া শ্রেয়স আয়ার ও হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে যথাক্রমে ৩৬ ও ৩১ রান।
জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৮১ রানের মাঝে প্রথম তিন উইকেট হারিয়ে বসে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ওপেনার টেম্বা বাভুমা মাত্র ১০ করে আউট হলেও দ্রুত রান তুলছিলেন কুইন্টন ডি’কক। ২২ রান করে ডি’কক সাজ ঘরে ফিরলেও ১৩ বলে ২৯ রান করে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রাখেন ডোয়েন প্রিটোরিয়াস।
এরপরই জুটি বাধেন ফন ডার ডুসেন এবং ডেভিড মিলার। ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন ডুসেন। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি। ডেভিড মিলার ৩১ বলে খেলেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনিও মারেন ৫টি ছক্কার মার। ফলে দুইজনের ঝড়ো ইনিংসে ৫ বল ৭ হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।