লর্ডসেই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
আগামী বছরের জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসেই তা আয়োজনের বিষয়ে পরিকল্পনা সাজাচ্ছে আইসিসি।
প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি লর্ডসেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সেই ফাইনাল আয়োজিত হয় সাউদাম্পটনে।
করোনা প্রকোপের পর এখন চেনা ছন্দে ফিরছে ইংল্যান্ড। বিধিনিষেধের কড়াকড়ি নেই। ফলে আইসিসিও আশাবাদী, আগামী বছর ফাইনালটি লর্ডসেই আয়োজন করা যাবে।
লর্ডসে এখন চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সেখানে বিবিসির এক অনুষ্ঠানে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘লর্ডসেই এই ফাইনাল হোক, সব সময়ই সেটা আমরা চেয়ে এসেছি। জুন মাসে ফাইনাল হবে। ফলে আমরা কার্যত নিশ্চিত করে ফেলেছি কোথায় সেই ম্যাচটি হবে’।
সামনের মাসে আইসিসির বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেই সভাতেই চূড়ান্ত হওয়ার কথা কোথায় হবে বিশ্ব টেস্টের বিশ্বকাপের ফাইনাল।