২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদিন নান্নু। একই সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকের। তবে তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে আরও দুজনকে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের মেয়াদ শেষ হয়েছে গত বছরই। মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচকের দায়িত্ব পালন করছেন তারা দুজন। প্রধান নির্বাচক নান্নুকে মধ্যে প্যানেল থেকে সরিয়ে দেওয়ার কথাও উঠেছিল। তবে নিউজিল্যান্ডে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জেতায় মেয়াদ বাড়লো তার।
বৃহস্পতিবার বোর্ড সভার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল। তো এখন আমাদের প্যানেলে তিনজন আছেন। আমরা ক্রিকেট অপারেশন্সকে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে এ দায়িত্বের জন্য খুঁজে পায়নি।’
২০১১ সাল থেকেই জাতীয় দলের নির্বাচক প্যানেলে আছেন নান্নু-বাশার। ২০১৭ সাল পর্যন্ত নান্নু কাজ করেছেন দুই প্রধান নির্বাচক আকরাম খান ও ফারুক আহমেদের অধীনে। ২০১৭ সালে ফারুক আহমেদ পদত্যাগের পর প্রধান নির্বাচকের দায়িত্ব পান নান্নু। কয়েক দফা মেয়াদ বেড়ে যা এখনো চলছে।