এশিয়া কাপ হকিতে পাকিস্তানের কাছে হেরে ষষ্ঠ স্থানে বাংলাদেশ
এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে না পারলেও সেরা পাঁচে জায়গা পেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেখানে বড় হারে ষষ্ঠ হয়েই টুর্নামেন্ট শেষ করল লাল-সবুজের দল।
আজ (বুধবার) ইন্দোনেশিয়ার জাকার্তাস্থ জিবিকে হকি গ্রাউন্ডে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ।
দুপুর দেড়টায় শুরু হওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে একটু লড়াইও করতে পারল না রাসেল মাহমুদ জিমির দল। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে এগিয়ে নেন রেজওয়ান আলি। দ্বিতীয় কোয়ার্টারের ব্যবধান দ্বিগুণ করেন মোবাশ্বের আলি।
এরপর তৃতীয় কোয়ার্টারে শুরুতে একটি এবং পরে আরও দুটি গোল খায় বাংলাদেশ। এরপর চতুর্থ কোয়ার্টারে আরো তিন গোল হজম করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান হকি দল।
এর আগে প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া বিপক্ষে ৬-১ গোলে এবং মালয়েশিয়ার ৮-১ গোলে হারলেও ওমানকে ২-১ গোলে হারিয়ে স্থান নির্ধারনী ম্যাচ পেয়েছিল বাংলাদেশ। সেখানে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়ে এখন পঞ্চমস্থানের জন্য লড়ে বাংলাদেশ।